কবুতরের নর মাদি চেনার উপায়


কবুতরের নর মাদি চেনার উপায়

কবুতরের নর মাদি চেনা সহজ কোন উপায় নেই যদি না কেউ খুব অভিজ্ঞ না হয় তার পক্ষে নর মাদি চেনা কোন উপায় নেই  আমি নিজে ১৬ বছর কবুতর পালন করি কিন্তু মাঝে মাঝে আমি নিজেই অনেক সময় দ্বিধা দন্ডের মধ্যে পড়ে যাই কোন নর কোনটা মাটি তবে সহজ কিছু উপায় আছে যা দেখলে সহজেই বুঝা যাবে কোন নর কোনটা মাদি কবুতর কিন্তু এর জন্য কবুতরের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হবে আসুন জানি সহজ কিছু উপায় নর মাদি চেনার উপায়

কবুতর নর মাদি চেনা, নর কবুতর কিভাবে চিনবো, মাদি কবুতর কিভাবে চিনবো,

. নর কবুতরের চেয়ে মাদী কবুতরের গলা তুলানামূলক ভাবে খাট হয়ে থাকে
. বিশেষ করে নর কবুতরের ঠোক মাদী কবুতরের চেয়ে একটু মোটা বড় হয়
. সবচেয়ে সহজ ভাবে চেনা যায় নর কবুততের গলার স্বর মোটা মাদী কবুতরে চারদিক দিয়ে ঘুরে ঘুরে জারো জোরে ডাকতে থাকে, অপরপক্ষে মাদি কবুতর তখন তার ডাক শুনে আস্তে আস্তে চিক সুরে ডাকে এবং মাথা নিচের দেকে নামিয়ে বার বার সম্মতি প্রকার করার মত ভঙ্গি করে
. আরেকটি সহজ পদ্ধতি হল কবুতর যখন ব্রিডিং মুডে থাকে নর কবুতর খোপের ভিতর মসে মাদি কবুতর পায়ের কাছে নিচু হয়ে বসে এক প্রকার হু হু করে গম্ভীর ভাবে শব্দ করতে থাকে
. নর মাদি কবুতর চিনার আরেকটি সহজ পদ্ধতি হলো, যখন ডিম দেবার সময় হয় নর কবুতর বাইরে থেকে খড় কুঠো নিয়ে বাসায় যায় এবং মাদী কবুতর সেই খড় কুঠো দিয়ে খোপের মধ্যে বসে থাকে বাসা তৈরি করে
. সবচেয়ে সহজ আরেকটি উপায় হলো নর এবং মাদী কবুতর চেনার তা হলো যখন তারা মাস্তি করে, তখন মাদী কবুতর নীচে থাকে এবং নর কবুতর মাদী কবুতরের পিঠের উপরে থাকে
. মাদী কবুতর নর কবুতরের চেয়ে তুলনামূলকভাবে বেশি পরিস্কার থাকে
. নর কবুতর সাধারণত আক্রামান্ত্মক বেশি হয়  মানে বেশি মারামারি বা ঠোকরা-ঠোকরি করে
. অপরিচিত কোন কবুতরের উপস্থিত পেলে  নর কবুতরটি প্রথকেম তার দিকে এগিয়ে গিয়ে আক্রমণ করে
১০. নর কবুতরের চোখ চ্যপ্টাকৃতি আর মাদী কবুতরের চোখ বৃত্তাকার হয়ে প্রকৃতির হয়

কবুতরের নর মাদি চেনার উপায় কবুতরের নর মাদি চেনার উপায় Reviewed by গল্প on May 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.