বাংলাদেশে সাধারণত পরিচিত কবুতরের জাত ও দাম
বিশ্বে প্রায় ৭০০ প্রজাতের কবুতর আছে। প্রাচীনকালে কবুতরকে পত্র বাহক হিসাবে ব্যবহার করা হয়ে থাকত। কিন্তু বর্তমানে এর ব্যবহার নেই। যার মধ্যে কিছু কবুতর আছে উড়ানোর জন্য বা খেলার জন্য ব্যবহার করা হয়। আবার কিছু কবুতর রয়েছে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার কিছু কবুতর রয়েছে সৌখিন ভাবে পালন করা হয়। আমাদের দেশে দেশীয় প্রজাতির যে গোলা এবং কিং কবুতর সাধারণত মাংস উৎপাদন জন্য পালন করা হয়। আর গিরিবাজ ও রেসার উড়ানো বা খেলা করার জন্য অন্যতম। সৌখিন কবুতরের মধ্যে রয়েছে, জ্যাকোবিন, পটার বা বল, লাহোরী ইত্যাদি। নিম্ন আমাদের দেশে যে সব কবুতর
পালন করা সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করা হলোঃ
১. লাক্ষা কবুতরঃ বাংলাদেশে এই কবুতরকে ময়ূর পঙ্খি বলে ডাকা হয়ে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজের দিকে ময়ূরের পাখার মত ছড়িয়ে থাকে যা দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। এই কবুতর গুলো সাধারণত সাদা ও কালো রংয়ের চাহিদা বেশি থাকে। এরা উড়তে পারে না। এক জোড়া রানিং লাঙ্খা কবুতর সাধারণত ১৫০০ থেকে প্রায় ৪০০০ হাজার টাকা দাম হয়ে থাকে। কিন্তু এর দাম নির্ভর করে কোয়ালিটির উপর।
| জ্যাকোবিন কবুতর |
৩. পটার বা বল কবুতরঃ
এই ফেন্সি কবুতরের প্রধান বৈশিষ্ট্য এদের গলা ফুলিয়ে ফুটবলের মতো আকার ধারণ করে এতে তাদের দেখতে অনেক সুন্দর লাগে এবং আকৃতিতে অনেকট বড় দেখায়। প্রাপ্ত বয়স্ক এক জোড়া পটার বা বল কবুতর সাধারণত ৪০০০ থেকে প্রায় ১২০০০ টাকা দাম হয়ে থাকে।
৪. কিং কবুতরঃ কিং কবুতর দেখতে অনেকটা মুরগীর মত বড় হয়ে
থাকে। এই কবুতর
গুলো বিভিন্ন রংয়ের হয়ে থাকে। সাধারণত সাদা কিং, কালো কিং, হলুদ কিং এর চাহিদা এদেশে বেশি। এই কবুতর গুলো প্রধানত মাংস উৎপাদনের জন্য জাত উন্নয়ন করা হয়েছিল। কিং কুতররের আবার কয়েটি জাত রয়েছে এরদের জাত ও কোয়ালিটি ভেদে এক জোড়া রানিং কিং এর দাম সাধারণত ৪০০০ থেকে প্রায় ২০০০০ টাকা দাম হয়ে থাকে।
৫.লাহোরী কবুতরঃ এই কবুতর দেখতে বেশ সুন্দর লাগে এদের বিভিন্ন প্রকার কালার হয়ে থাকে, কালো লাহোরী, সিলভার লাহোরী, বাদামী লাহোরী ইত্যাদি এরা ফেন্সি প্রজাতির কবুতর এদের মাথা ও লেজ নৌকা আকৃতি ধারণ করে বিধায় দেখতে বেশ সুন্দর লাগে এই কবুতর গুলোর দাম কোয়ালিটি ভেদে রানিং এক জোড়া ৪০০০ থেকে প্রায় ১০০০০ টাকা দাম হয়ে থাকে।
| সিরাজী কবুতর |
৭. সার্টিন কবুতরঃ সার্টিন কবুতরের প্রধান বৈশিষ্ট্য হলো মাথায় ঝুটি থাকে, পায়ে মোজা থাকে এবং গলার পালক অল্প কিছু পাখার দুই পাশের দিকে মুখ করে থাকে বিধায় এদের দেখতে বেশ সুন্দর লাগে। আমাদের দেশে সাধারণত ঝড়না সার্টিন এবং ব্লুল সার্টিন পাওয়া যায়। এদের কোয়ালিটি ভেদে দাম সাধারণত ১৫০০ থেকে প্রায় ৩০০০ টাকা হয়ে থাকে।
৮. ফ্রিল ব্যাক কবুতরঃ এই ফেন্সি প্রজাতি কবুতর গুলো দেখতে বেশ সুন্দর লাগে। এদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের পাখার উপমের পশম গুলো কোকরানো থাকে যার জন্য সবার থেকে আলাদা হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক ফিল ব্যাক কবুতরের বর্তমান মূল্য ৪০০০ থেকে প্রায় ৮০০০ হাজার টাকা। কিন্তু কয়েক বছর আগে এই কবুতর গুলোর দাম প্রায় ৬০০০০ টাকা দাম ছিল।
৯. ম্যাগপাই কবুতরঃ এই কবুতর গুলো দেখতে প্রায় ডাহুকের মত লাগে এদের পা অন্যান্য কবুতরের তুলনায় অনেক লাম্বা হয়ে থাকে বিধায় উচ্চতা বেশি এরা বিভিন্ন রংয়ের হয়ে থাকে প্রাপ্ত বয়স্ক এক জোড়া ম্যাগপাই কবুতরের মূল্য ২০০০ থেকে প্রায় ৬০০০ হাজার টাকা হয়ে থাকে।
১০. বিউটি হোমাঃ এই কবুতরের ঠোঁট অন্যান্য সকল কবুতরের ঠোঁট খেকে আলাদা হয়ে থাকে। এদের বিভিন্ন কালার হয়ে থাকে যেমন, ব্ল্যা হোমা, মাকসি হোমা, সবজি হোমা, রেড চেকার, হোয়াইট হোমা এদের রং ও কোয়ালিটি ভেদে মূল্য অনেক পার্থক্য থাকে সাথে প্রাপ্ত বয়স্ক একজোড়া বিউটি হোমার দাম পড়বে ২০০০ খেকে প্রায় ৩০০০০ হাজার টাকা।
১১. গিরিবাজ কবুতরঃ বহুবছর ধরে গিরিবাজ কবুতর উড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এদের প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো এরা উপর হতে উড়তে উড়তে ডিগবাজি দিতে পারে, অনেক দুর হতে ছেড়ে দিলে নিজের বাসস্থানে সহজে চলে আসতে সক্ষম আমাদের দেশে অনেক প্রকার গিরিবাজ কবুতর আছে যেমন ঝাক, সবুজ গলা, কালদম, দোবাজ, জিরা
গলা, লাল গলা, নাপতা, গররা
ইত্যাদি এগুলোর দাম সাধারণত ৫০০ থেকে শুরু করে প্রায় ৫০০০ হাজার টাকা দাম হয়ে থাকে।
১২. রেসার কবুতরঃ এদের বৈশিষ্ট্য অনেকটা নামের সাথেই জুড়ে রয়েছে রেসার। এই কবুতর
দিয়ে সাধারণত বিভন্ন রেস খেলা কাজে ব্যবহার করা হয়। কবুতর গুলো ছোট থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে খেলা জন্য উপযোগী করে তোলা হয়। রেসার কবুতরের মূল্য খেলার দুরত্ব এর উপর নির্ভর করে দাম হয়ে থাকে যার দাম সাধারণত ১০০০ থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত দাম উঠে যায়।
১৩. গোল্লা বা গোলা কবুতরঃ এউা জাতের কবুতরের উৎপত্তিস্থল হল ভারত উপমহাদেশ। আমাদের দেশে বেশির ভাগ গোলা কবুতর দেখা যায় যা মাংসের জন্য বেশ জনপ্রিয় রয়েছে। এর খুব সহজে পোষ মানে। এদের গায়ের রং বিভিন্ন রংয়ের হয়ে থাকে। এরা অন্যান্য কবুতরের তুলনায় বেশি বেশি বাচ্চা উৎপাদন করে। এদের দাম সাধারণত ৩০০ থেকে ৫০০ টাকা।
১৪. কাগজীঃ এই কবুতর গুলো সমস্ত শরীর সাদা কিন্তু চোখ শুধু কালো এদের দাম সাধারণত ৪০০ থেকে প্রায় ১০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
![]() |
| জালালি কবুতর |
বাংলাদেশে সাধারণত পরিচিত কবুতরের জাত ও দাম
Reviewed by গল্প
on
May 21, 2020
Rating:

No comments: